মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ বিএনপি’র ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের মাফানু মাদ্রাসা হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ এর উদ্যোগে ৪৭তম মহান বিজয় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন সুমন এর সভাপতিত্বে ও মালদ্বীপ বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করেন কবির হোসেন খোকন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি’র সভাপতি মোঃ নাছির উদ্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম।এছাড়াও মালদ্বীপ বিএনপি’র সহ-সভাপতি ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, মোঃ আলমগীর, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার আবুল কালাম, ফরহাদ মিয়াজী, সাওন, বিশিষ্ট ব্যবসায়ী মো: হাফিজ, , যুবদল মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মোঃ অনিক, প্রচার সম্পাদক মোঃ মনির,মাহবুব আলম, আজাদ, ফারুক হোসেন, মোঃ হানিফ, খাইরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার প্রকৃত ইতিহাস এবং স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক না করে দেশকে গড়ার আহ্বান জানান । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও দেশ নেত্রীর এ আহ্বানই হচ্ছে বর্তমান সময়ের ডাক।
বক্তাগন আরো বলেন ৭১’র মুক্তিযোদ্ধে তৎকালীন সময়ে বাংলার সকল স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক ব্যাক্তিবর্গের বিচক্ষণতা এবং সময়োপযোগী পদক্ষেপ এর ফলশ্রুতিতেই অতি স্বল্প সময়ে বাংলার মুক্তিকামী জনতার বিজয় সুনিশ্চিত হয়েছিল। বিজয় দিবস উদযাপনে বিএনপি’র সদস্যরা আশা ব্যাক্ত করেন, বিএনপি শক্তিশালী দল হিসেবে আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রেখে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে। তাদের দক্ষ নেতৃত্ব প্রবাসে থেকেও বাংলাদেশে গণতন্ত্র আন্দোলনে বিশেষ ভূমিকা রাখবে।
এছাড়াও উক্ত আলোচনা সভায় মালদ্বীপ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন ও বিপুল সংখ্যক নেতাকর্মী মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শেষে, মহান মুক্তিযোদ্ধে জীবন উৎস্বর্গকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।