মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার আয়োজনে মালদ্বীপের রাজধানী মালে সি-বিল্ডিং হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক জাকির এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ভিউ কনস্ট্রাকশন চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার উপদেষ্টা মোঃ দুলাল হোসেন ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেম হাওলাদার ৷
মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা ও জামাল উদ্দিন স্কুলের মিউজিক টিচার মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক এ আর মামুন আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল (জিসান), মোহাম্মদ রাছেল আহম্মেদ (সাগর)।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহিদুজ্জামান লেলিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেন ৷ অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত দোয়া ও মোনাজাত করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ ৷ বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সভাপতি শাহ জালাল সিকদার অসুস্থ থাকায় দোয়া করা হয় ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য মিজান মোল্লা, মালদ্বীপ আওয়ামী যুবলীগের সদস্য ইকবাল আহম্মেদ সহ মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে মালদ্বীপস্থ সোনার বাংলা শিল্পী গোষ্ঠী’র অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ সব শেষে নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় ৷