মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ৪ ডিসেম্বর ২০১৮, স্থানীয় সময় সকাল ১০ঘটিকায় মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব, মালদ্বীপ পার্লামেন্টের মাননীয় স্পিকার জনাব গাসিম ইব্রাহিম- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বন্ধুত্বপূর্ণ দু-দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়া নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকারের মূল বিষয় ছিল মালদ্বীপে আটককৃত বাংলাদেশি নাগরিকদের সাধারণ ক্ষমা ঘোষণা।
এছাড়াও মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধাসহ নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ বিষয়েও আলোচনা হয়। এক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপ সম্পর্ক উন্নয়নের জন্য মাননীয় স্পিকার সকল প্রকার সহযোগীতা প্রদানে মান্যবর রাষ্ট্রদূতকে আশ্বাস দেন। শেষে মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব, মালদ্বীপ পার্লামেন্টের মাননীয় স্পিকার জনাব গাসিম ইব্রাহিমকে একটি সৌজন্য স্মারক প্রদান করেন।