মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ৫ডিসেম্বর ২০১৮, স্থানীয় সময় সকাল ১১.৩০ টায় মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি জনাব ইব্রাহীম মোহাম্মদ সলিহ এর সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সংগে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও তার জনগণের পক্ষ থেকে মালদ্বীপের নবনির্বাচিত সরকার এবং জনগণকে অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও মালদ্বীপের বর্তমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
পরে রাষ্ট্রদূত মহামান্য রাষ্ট্রপতির কাছে দু’দেশের সম্পর্ক জোরদার এবং মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া বিষয়ে উপস্থাপন করেন।
১. মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুরক্ষার বিষয়াদি।
২. মালদ্বীপে অবৈধ শ্রমিকদের বৈধকরনের সম্ভাব্যতা এবং কাজের সুযোগসুবিধা বৃদ্ধিকরণে বিভিন্ন পদক্ষেপ ।
৩. মালদ্বীপে আটককৃত/সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের সাধারণ ক্ষমা (Clemency) এর প্রস্তাব।
৪. বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্পের বিকাশ।
৫. সামুদ্রিক জাহাজ এবং আকাশ পথে যোগাযোগ স্থাপিতকরণের সম্ভাব্যতা।
৬. বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিনিয়োগ বৃদ্ধিতে নতুন নতুন ক্ষেত্র সৃষ্টির লক্ষে জয়েন্ট ওয়ারকিং গ্রুপ গঠন।
৭. বাংলাদেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মালদ্বীভিয়ানদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি উপরোক্ত প্রস্তাবনা সমুহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার ও তার জনগণের শুভেচ্ছা জানানোর জন্য মহামান্য রাষ্ট্রপতি মান্যবর রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি সলিহ মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে বিশেষ আশাবাদ ব্যক্ত করে সকল সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস দেন।