মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ আমরা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন এটি একটি অরাজনৈতিক সংগঠন। এটি শুরু থেকেই বাংলাদেশি অসহায় প্রবাসীদের বিভিন্ন সহায়তা করে যাচ্ছে, যেমন চিকিৎসা সেবা, অসুস্থ ব্যক্তিদের টিকেট প্রদান করে দেশে পাঠানো, চাকরির ব্যবস্থা সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি ৷
সংগঠনের সভাপতি আব্দুল কাদের বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই সত্যিটাকে সামনে রেখে আমরা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন মালদ্বীপ সবার সহযোগীতায় সামনের দিকে এগিয়ে যেতে চাই ৷
মালদ্বীপ আমরা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ‘প্রবাস মেলা’ পত্রিকা পেয়ে প্রশংসা করে বলেন, বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অভিবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা, সুখ-দুঃখ, অনুষ্ঠান-আয়োজন প্রচারে নিরলস ভূমিকা পালন করে চলেছে প্রবাস মেলা। পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করেন তারা। পাক্ষিক প্রবাস মেলা প্রবাসীদের জনপ্রিয় পত্রিকার চলার পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার প্রত্যাশাও ব্যাক্ত করেন নেতৃবৃন্দ ৷ প্রবাসীদেরকে নিয়ে এমন সুন্দর একটি পত্রিকা প্রকাশ করার জন্য পত্রিকার সম্পাদকসহ সকল কলাকুশীলদের আন্তরিক ধন্যবাদ জানান ৷