মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ৩ নভেম্বর ২০১৮ শনিবার মালদ্বীপ আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয় ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহ জালাল সিকদার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল দলের প্রধান কোচ জনাব আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মো: আকবর হোসেন, সহ-সভাপতি ফাইজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আবিদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, মালদ্বীপ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক এ আর মামুন, মালদ্বীপ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য জাকারিয়া আহম্মেদ পারভেজ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করেন মাওলানা আব্দুল আজিজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ সেই ভয়াল-বীভৎস ৩ নভেম্বর। বাঙালি জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তক্ষরা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাংখিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক দিন ৩রা নভেম্বর। ১৯৭৫ সালের এই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাংলার চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের পথ প্রদর্শক সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, ক্যপ্টেন মনসুর আলী, মুহাম্মদ কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। যে কারাগারে পৃথিবীর সব মানুষ নিশ্চিত নিরাপত্তা পায়, সেই কারাগারেই ঘাতকদল ভিতরে ঢুকে এই জাতীয় চার নেতাকে ব্রাশফায়ার করে নৃশংসভাবে হত্যা করে। এই চার নেতা ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার পর জাতীয় এ চার নেতাকে কারাগারে পাঠানো হয়। সেদিন জাতি হারিয়েছিল দেশের সূর্যসন্তানদের আর আমরা হারিয়েছি এই দেশের শ্রেষ্ঠ বীরদের। আমরা এই চার নেতার রূহের মাগফেরাত কামনা করি। এবং জেল হত্যার বিচার দাবি করি ৷
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদস্য গাজী জাহিদ, মোখলেছ শেখ, বাদল, সামিরুল ইসলাম, সোলেমান, আবু সাহিদ,শরীফ আহম্মেদ, নাছির উদ্দিন, শাহিন,মালদ্বীপস্থ সোনার বাংলা শিল্পীগোষ্ঠীর জুয়েল সিকদার, বাউল আক্কাস, শফিকুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ৷