মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে সি-বিল্ডিং হলরুমে মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজালাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবিদুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপ এনবিএল মানি টান্সফার এর লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, এছাড়াও বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামীলীগের সহ-সভাপতি ফাইজুর রহমান, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, মালদ্বীপ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রুবেল মৃধা, সদস্য নুরে আলম রিন্টু, আনিছুর রহমান, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এম কে আর কামাল , মালদ্বীপ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এর আর মামুন, মালদ্বীপ আওয়ামী যুবলীগের বিল্লাল হোসেন, সাগর আহম্মেদ, সাইফুল ইসলাম আরজু, জাকারিয়া আহম্মেদ পারভেছ, আনোয়ার হোসেন প্রমূখ ৷ মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রায় ১০ বছরের শাসনামলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। বিশেষ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ, পররাষ্ট্র,সামাজিক নিরাপত্তা ও বিদ্যুৎখাতে বিপুল উন্নয়ন হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ,দেশরত্ন শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে তার পরিশ্রমের কারণে বাংলাদেশ স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রূপান্তরিত করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সুমন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য সাদেক হোসেন, গাজী জাহিদ, সুজন, মুখলেছ, নাছির, লাল্টু বাবু, সোনার বাংলা শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷