মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ ইমিগ্রেশন অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সনাক্ত করার জন্য বছরের প্রথম অভিযানে ৮০ জন অভিবাসী শ্রমিক আটক করেছে মালদ্বীভিয়ান পুলিশ ৷ ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার মালদ্বীপের রাজধানী মাজিদির মাগু থেকে মালদ্বীপ পুলিশ অভিবাসী কর্মীদের আটক করে। দেশটিতে গ্রেপ্তার হওয়া অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের হুলহুমালের এলাকার একটি আটক কেন্দ্রে রাখা হয়। এরপর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বর্তমানে মালদ্বীপে প্রায় ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন বৈধ অভিবাসী এবং প্রায় ৬৩ হাজার অভিবাসী অবৈধভাবে আছে। অবৈধ অভিবাসীর প্রায় ৫৫ হাজার থেকে ৬০ হাজার বাংলাদেশি হবে বলে ধারণা করা হচ্ছে।