মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ আওয়ামীলীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামানায় ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টায় মালদ্বীপ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মালদ্বীপ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদারের এর পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদ্বীপে জামাল উদ্দীন স্কুলের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবিদুর রহমান, শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ রাসেদুল ইসলাম।
এছাড়াও আলোচনায় অংশ গ্রহন করেন মালদ্বীপ আওয়ামীলীগের সদস্য এ.আর মামুন, নুরে আলম রিন্টু, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, সহ-সভাপতি ফাইজুর রহমান প্রমূখ ৷ সভায় ভয়াল ২১শে আগষ্ট ২০০৪ সালের স্মৃতি বিজড়িত ঘটনার বিবৃতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম বলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জাতির আস্থার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা কে হত্যার ঘৃন্য চেষ্টা করা হয়েছিল। আল্লাহর অশেষ কৃপায় তিনি প্রানে বেঁচে গেলেও প্রাণ দিতে হয়েছিল তৎকালিন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ আরও ২৪জনকে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মালদ্বীপ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ব্যবস্থা করা হয়েছে। আলোচনা সভায় গ্রেনেড হামলাকারীদের ফাসিঁর দাবি জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের সক্রিয় সদস্য এস এম কাউছার, মোঃ আনিস, এনামুক হক জাকির মালদ্বীপ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সহ মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশিরা ৷