মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০১৮ মালদ্বীপ হুলোমালে তান্দুরীপ্লেন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মালদ্বীপ যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আরিফুল ইসলাম (আহ্বায়ক হুলোমালে যুবদল) ও সঞ্চালনা করেন জনাব সোহেল বিন রাজ্জাক (সদস্য সচিব হুলোমালে যুবদল ) ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব আহম্মেদ কামাল (সভাপতি মালদ্বীপ যুবদল), বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব আল-আমিন ( সিনিয়র সহ-সভাপতি মালদ্বীপ যুবদল), ওমর ফারুখ অনিক (সাধারণ সম্পাদক মালদ্বীপ যুবদল)।
প্রধান বক্তা ছিলেন জনাব মাহবুব আলম (সাংগঠনিক সম্পাদক মালদ্বীপ যুবদল)। বিশেষ বক্তা ছিলেন জনাব খাইরুল আমিন প্রধান (সহ সাংগঠনিক সম্পাদক মালদ্বীপ যুবদল)।
প্রধান আলোচক ছিলেন জনাব এস এ মনিরুল, (প্রচার সম্পাদক মালদ্বীপ যুবদল), এছাড়াও সভায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে গড়ে তুলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। নেতাকর্মীদের একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে বেগম খালেদা জিয়াসহ দলের সকল নেতাকর্মীদেরকে মুক্ত করতে হবে। তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও বৃহৎ দল। বিএনপি দলের আদর্শ মেনে সকলকে রাজনীতি করতে হবে।