মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ওয়ামকো কোম্পানির আয়োজনে ২৬ মার্চ মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয় ৷
অনুষ্ঠানে এমডি অ্যাডাম মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালদ্বীপে হ্যান্ডবল দলের প্রধান কোচ আমজাদ হোসেন। বক্তব্যে তিনি বলেন, আজ ২৬ শে মার্চ। মহান স্বাধীনতা ও মহান জাতীয় দিবস, বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পাতা রক্তে রাঙিয়ে আত্নত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার গৌরব ও অহংকারের দিন আজ ৷ তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে মালদ্বীপে কোন প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেন। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে সার্বক্ষণিক বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার জন্য পরামর্শ প্রদান করেন। কর্মস্থলে মালদ্বীভিয়ানদের কাছে কর্মীদের সুনাম যাতে অক্ষুন্ন থাকে সে অনুযায়ী কাজ করার জন্য বলেন। সকল প্রবাসী কর্মীদের সু-স্বাস্থ্য কামনা করেন ৷
অনুষ্ঠানের সভাপতি ওয়ামকোর এমডি অ্যাডাম মোহাম্মদ তার বক্তব্যে সব বাংলাদেশি কর্মীদের সমান সুযোগ প্রদাননের প্রতিশ্রুতি দেন ৷ ওয়ামকো বাংলাদেশি কর্মী সহ সকল বাংলাদেশিদেরকে ৪৮তম মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশিদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন ৷
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ামকো নেতৃবৃন্দ ও বাংলাদেশি শরিফুল ইসলাম, কাজী মোখলেছ, মোঃ শহিদ, মোহাম্মদ কালাম, সুমন হোসেন সহ মালদ্বীপে কর্মতর অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা ৷ অনুষ্ঠানে প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠী ও মালদ্বীভিয়ান ড্যান্সার নাচে গানে মাতিয়ে তোলেন দূর-দূরান্ত থেকে আগত হাজারো অতিথি বৃন্দদেরকে ৷ শেষে অনুষ্ঠানে বাংলাদেশিদের জন্য একটি বিশেষ ডিনার এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ৷