মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা মালদ্বীপের রাজধানী মালে মাফানু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করেন । ১৯ অক্টোবর শুক্রবার রাত ৯ ঘটিকায় ফাইনাল খেলে এফ.সি.এফ বনাম তিলাফুশি একাদশ ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্লোবাল বিচ এন্ড ট্রাভেলস ম্যানেজার মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী মুকলেছ ৷
মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট ক্লাবের ম্যানেজার মো: রাসেল।
ক্যাপ্টেন মো: বাবুল হোসেন, ভাইস ক্যাপ্টেন সাইফুর রহমান জুয়েল অন্যান্য সদস্য কাউছার, সোহেল, আল আমিন, জাকির, সাইফুল, দুলাল, সুহেল, বুটু, আতিক, ও সকল দলের ক্যাপ্টেন, টীম ম্যানেজার এবং দুর-দুরান্ত থেকে আগত হাজারো প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷
খেলায় এফ.সি.এফ ৩ গোলে তিলাফুশি একাদশকে পরাজিত করে। এফ.সি.এফ অধিনায়ক আরিব ও তিলাফুশি একাদশ অধিনায়ক ছিলেন নাইম। বিজয় দলের মাঝে বাংলা নগদ ৪২ হাজার টাকা সহ আরো বিভিন্ন পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।