মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ৮ মার্চ ২০১৯ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ ঘটিকায় মালদ্বীপের রাজধানী হ্যানবেরু মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটসেল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা। উক্ত খেলায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি ৭টি শ্রীলংকান ১টি সহ ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলায় (বি এফ সি) একাদশ বনাম (বি এফ টি) একাদশ মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে (বি এফ সি) একাদশ ২ – ১ গোলে (বি এফ টি) একাদশকে পরাজিত করে (বি এফ সি) চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উভয় দলের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, জুয়েল সিকদার, সুমন হোসেন, সহ আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশি গণ্য মান্য ব্যক্তি ও দুর-দুরান্ত থেকে আগত হাজার হাজার জনতা ৷ (বি এফ সি)অধিনায়ক মাহবুব হাসান ও (বি এফ টি) একাদশ অধিনায়ক ছিলেন মোঃ মনির। যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর খেলাটি উপহার দিয়েছেন তারা হলেন আরিফ, আশিক, সানি, সাইদুল ৷