মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: জীবন রঙ্গিন করতে এসে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় দেশে ফিরবে প্রবাসীর লাশ। প্রবাস জীবন সহস্র সংগ্রাম আর প্রতিকূলতার জীবন। জীবন সংগ্রামে জয়ী হতে একজন প্রবাসী কতই না ত্যাগ ভোগ করে। লড়াই করে নিজের চারপাশের প্রতিকূল পরিবেশের সাথে। কিন্তু হঠাৎ মৃত্যু তার অসমাপ্ত জীবনের ইতি টেনে দেয়।
গত ১৩ মে ২০১৯ সন্ধ্যা ৭ ঘটিকায় মালদ্বীপের মানাদো আইল্যান্ডে হৃদয়রোগে আক্রান্ত হয়ে মারা যায় মোঃ হাসান নামে মালদ্বীপ প্রবাসী একজন রেমিটেন্স যুদ্ধা (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানা মাতাভাংঙ্গা ইউনিয়নের ছইফুল্লাকান্দী গ্রামের জসীম উদ্দীনের ছেলে ৷ সে গত চার মাস আগে পরিবাবের মুখে হাসি ফোটাতে পারি জমায় মালদ্বীপে ৷ লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে মৃতের ঘনিষ্ট সূত্রে জানানো হয়েছে ৷