মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে প্রবাসীদের দেশীয় রকমারী খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন (OAR SHADE) রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে ৷ মালদ্বীপের হুলহুমালে এলাকায় ২০ জানুয়ারি ২০১৯ রবিবার এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।রেস্টুরেন্টি উদ্বোধন করেন আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপ এর সভাপতি ও রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোঃ হোসেন সুমন ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহম্মদ শাকিব, জাকির,এমরান হোসেন তালুকদার, খলিলুর রহমান, খোকন, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, মিস্টার আলী সহ আরো অনেকে।
উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ হোসেন সুমন বলেন, প্রবাসীদের এই সাফল্য ও অর্জন মিডিয়াতে ভালো করে তুলে ধরা দরকার, যাতে করে মালদ্বীপে সহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা উৎসাহী হয়ে যে কোন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। তিনি বলেন, সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হয় ৷ মালদ্বীপ প্রবাসীরা সেই পরিশ্রম করে চলেছে । পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়, আমি এখন কয়েকটা প্রতিষ্ঠানের মালিক আপনারাও চেষ্টা করেন সফল হবেন ইনশায়াল্লাহ ৷
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতি সকল প্রবাসী বাংলাদেশিদের কে খাবার পরিবেশন করা হয় ৷