মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার মালদ্বীপের হুলহুমালে পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা’র ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতি হুলহুমালে মালদ্বীপ এর আয়োজনে আলোচনা পর্ব ও কেক কেটে পাক্ষিক প্রবাস মেলা’র ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতি হুলহুমালে মালদ্বীপ সভাপতি মোহাম্মদ আমিন (মামা) এর সভাপতিত্বে ও ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির অর্থ বিষয়ক সম্পাদক নুরুল আমিন সাইফুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোখলেসুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নির্মল দা, চায়না কোম্পানি ওভারঅল ইন্সাস মালদ্বীপ ৷ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রবাসী ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুস ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুর্কি কোম্পানি ওভারঅল ইন্সাস মালদ্বীপের মোহাম্মদ লুৎফুর রহমান ৷ মালদ্বীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম ব্যক্তিত্ব ও এবিসি কোম্পানির সুপারভাইজার মোঃ জুয়েল সিকদার ৷
প্রধান অতিথি বক্তব্যে মোখলেসুর রহমান বলেন, প্রবাস মেলা প্রবাসীদের কথা বলে, বিশ্বের যেখানেই প্রবাসীর অবস্থান, সেখানেই প্রবাস মেলা পত্রিকার উপস্থিতি। তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অভিবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা, সুখ-দুঃখ, অনুষ্ঠান-আয়োজন প্রচারে নিরলস ভূমিকা পালন করে চলেছে প্রবাস মেলা। পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করছি ৷ তিনি পাক্ষিক প্রবাস মেলা প্রবাসীদের জনপ্রিয় পত্রিকার চলার পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন ৷ সভাপতি মোহাম্মদ আমিন (মামা) সমাপনী বক্তব্যে প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করে বলেন, প্রবাসীদেরকে নিয়ে প্রিয় পত্রিকা প্রবাস মেলা সত্যের পথে আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাস মেলা অগ্রণী ভূমিকা রাখবে। প্রবাসীদেরকে নিয়ে এমন সুন্দর একটি পত্রিকা প্রকাশ করার জন্য তিনি পত্রিকার সম্পাদকসহ সকল কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানান ৷
আলোচনা শেষে অতিথি বৃন্দদের হাতে প্রবাস মেলা সৌজন্য কপি তুলেদেন প্রবাস মেলা’র মালদ্বীপ প্রতিনিধি মনির হোসেন ৷ এবং প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ সকল অতিথি বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের প্রবাস মেলা’র সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ৷ অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দূর-দূরান্ত থেকে আগত হাজারো দর্শকের আনন্দে মাতিয়ে সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করেন স্থানীয় শিল্পীগোষ্ঠী ৷ সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ৷