মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: আন্তর্জাতিক ভাষা ইংরেজী শিক্ষার গুরত্ব বিবেচনা করে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের জন্য ফ্রি ইংলিশ স্পিকিং কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করে। ফ্রি ইংলিশ স্পিকিং এর প্রথম কোর্স গত ৬ এপ্রিল ২০১৮ থেকে ২৬ অক্টোবর ২০১৮ পর্যন্ত পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর ২০১৮ তারিখে ফ্রি ইংলিশ স্পিকিং এর দ্বিতীয় কোর্স এর উদ্ভোধন করা হয়।
বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব দ্বিতীয় কোর্সের উদ্ভোধন ঘোষণা করেন। কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব জনাব টি.কে.এম মোশফেকুর রহমান, তৃতীয় সচিব ও দূতালয় প্রধান ডক্টর মোহাম্মদ হারুন-অর-রশীদ, কোর্স ইনস্ট্রাক্টর এম আই কলেজের বিশিষ্ট ইংরেজী শিক্ষক জনাব শংকর ব্যানার্জী, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার যেবা-উন-নাহার, আই কেয়ার হাসপাতালের কনসাল্টেন্ট জনাব মোক্তার আলি লস্কর এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ফ্রি ইংলিশ স্পিকিং এর দ্বিতীয় কোর্সটি ৪ মাসব্যাপী পরিচালনা করা হবে এবং কোর্স সমাপনান্তে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের বাংলাদেশ দূতাবাস থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।