মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (স:) উদযাপিত হয়েছে। ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার স্থানীয় সময় রাত ৯ ঘটিকায় মালদ্বীপের রাজধানী চানদিনি মাগো মসজিদে মালদ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান ক্বারী মো: আব্দুল আজিজ আল আবেদী এর সভাপতিত্বে ও সহ-সভাপতি রাশেদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ছাদেকুর রহমান, মালদ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, মো: জসিম উদ্দীন সহ মালদ্বীপ কর্মরত প্রবাসী সুন্নী জনতা। দোয়া ও মোনাজাত করেন মালদ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান ক্বারী মো: আব্দুল আজিজ আল আবেদী। মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।