মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ঈদ উপলক্ষ্যে সোনার বাংলা শিল্পীগোষ্ঠী নিয়ে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি মালদ্বীপের রাজধানীর পাশে হুলোমালে দ্বীপে প্রবাসীদের সুখ দুঃখের বন্ধু মোকলেছুর রহমান আখন্দ সাহেবের এর উদ্যোগে এক বিশাল সাংস্কৃতিক আনন্দের মেলা আয়োজন করেন প্রথমেই সোনার বাংলা শিল্পীগোষ্ঠী অসাধারণ গানের সুরে সুরে অনুষ্ঠানটি শুরু হয়।
এরপর একে একে বিভিন্ন গানের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে। সার্বিক সহযোগীতায় ছিলেন মুন্সী মোঃ সামসুল হক, মোঃ লুৎফর রহমান, মোঃ আসিফ, মোঃ শিমন সহ আরো অনেকে ৷ অনুষ্ঠানে মুকলেছুর রহমান দর্শকদের উদ্দেশ্য বলেন, ‘বাংলা গানের হাজার বছরের সংস্কৃতির ধারক বাউল এবং লোকগান। এই ধরনের আয়োজন নিয়মিত হলে বিশ্ব দরবারে ছড়িয় পড়বে আমাদের বাংলা লোকগান এবং লালন বাণীর যাত্রা। আমত্রিত অতিথিরা সোনার বাংলা শিল্পীগোষ্ঠী প্রশংসা করেন প্রবাসীরা হাজার কষ্টের মাঝেও আনন্দ উপভোগ করতে পারেন এই সোনার বাংলা শিল্পীগোষ্ঠী দ্বারা ৷ দুর দুরান্ত দেকে আগত রাতভর উপভোগ করেন, আমত্রিত অতিথি বৃন্দরাসহ হাজারো দর্শক ৷