মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও বাঙ্গালি মুক্তির অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শকে তুলে ধরার লক্ষ্যে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি, বেলজিয়াম, রোমানিয়া, আমেরিকা, জাপান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, কুয়েত, পর্তুগাল, গ্রীস, চীন, ফ্রান্স, ইউকে, কাতার, চেক রিপাবলিক, আয়ারল্যান্ড, ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, মালোশিয়া, সিঙ্গাপুর ও উকরেন চ্যাপ্টারের পর গতকাল ৯ সেপ্টেম্বর ২০১৮ মালদ্বীপ সময় বেলা ১২:৩০ মিনিটে আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. আবুল হাসনাৎ মিল্টন, মহাসচিব আহমেদ ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক ডেভিড রহমান আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ চ্যাপ্টারের ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটিতে মালদ্বীপ আওয়ামীলীগের অন্যতম নিবেদিত শ্রদ্ধাভাজন ব্যাক্তিবর্গদের মধ্যে মো: সাইফুল ইসলামকে প্রধান উপদেষ্টা, আলহাজ্ব দুলাল মাদবর, মোঃ আকবর হোসেন, আবিদুর রহমান, মো: কাওসার আহম্মেদ ও ফাইজুর রহমানকে উপদেষ্টা, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও মালদ্বীপ আওয়ামী যুবলীগের অন্যতম নেতা এম.কে.আর শেখ কামালকে সভাপতি, লাল্টু বাবুকে সিনিয়র সহ-সভাপতি, ওবায়দুল মোল্ল্যা, মো: মাসুদ রানা, মো: শাহীন শেখ ও মো: মাসুদ রহমানকে সহ-সভাপতি, যশোর জেলার কেশবপুর উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ (ঢা.ম.উ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও অনলাইন মুজিব সেনা ঐক্য সংঘের প্রতিষ্ঠাতা এম.এম.কাওছার হোসেনকে সাধারণ সম্পাদক, মো: বেল্লাল হোসেন, মঞ্জরুল আলম রাজু ও সুজন মাতুব্বরকে যুগ্ন-সাধারণ সম্পাদক, হাদিউল ইসলাম, এ.আর. মামুন, মো: হাসান খান ও মো: হাসানুজ্জামান সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন রাজুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইকবাল আহাম্মেদকে উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস.এম. রুবেল মৃধাকে দপ্তর সম্পাদক, শাহ আলম জমাদ্দারকে অর্থ সম্পাদক, হায়দার হোসেনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আক্কাস মিয়াকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, হাফেজ মো: রাশেদ উদ্দিনকে ধর্ম বিষয়ক সম্পাদক, মো: সোহাগ সরদারকে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মনিরুজ্জামানকে যুব ও ক্ৰীড়া বিষয়ক সম্পাদক, মোঃ পলাশকে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, মো: রুবেল আহাম্মেদ, মো: বাবলু মোল্ল্যা, মো: তুহিন ইসলাম, মো: আজিজুল ইসলাম, শেখ শাহাআলম, মো: ইব্রাহিম হোসেন, মনির হোসেন, মো: জুলহাস, মোখলেসুর রহমান, মিজান মোল্ল্যা ও মো: কামাল হোসেনকে কার্য নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ চ্যাপ্টারের কমিটি ঘোষণা করার পর উক্ত কমিটির সভাপতি এম.কে.আর শেখ কামাল ও এম.এম. কাওছার হোসেনের সাথে টেলিফোনে আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সংগ্রামী সহযোদ্ধা হিসেবে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা সহ নবগঠিত কমিটির সকলের সাফল্য কামনা করেন আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. আবুল হাসনাৎ মিল্টন, মহাসচিব আহমেদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ডেভিড রহমান ও সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ বোরহান উদ্দিন মোল্ল্যাসহ আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যান্য দেশের নেতৃবৃন্দরা।