মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের হুলহুমালে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার হুলহুমালে সেন্ট্রাল পার্কে এক মনোরম পরিবেশে ‘বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৮’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মালদ্বীপস্থ সোনার বাংলা শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে সংগীতানুষ্ঠানটি রাত ৭:৩০ মিনিটে শুরু হয়ে চলে গভীর রাত পযর্ন্ত। অনুষ্ঠানটি সফল ও নির্বিঘ্ন করতে শুক্রবার সংগীতানুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সহ সোনার বাংলা শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করেন।
যাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রবাসী ফ্রেন্ড সার্কেল জনাব মোখলেসুর রহমান, দুলাল মাদবর, দুলাল হোসেন, হান্নান খান কবির, মুজিবুর রহমান, জাকির হোসেন, মোহাম্মেদ হোসেন, আলিম দুররানী, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, সামসুল হক, মোহাম্মেদ কুদ্দুস, আলি, মনির হোসেন।
এছাড়াও ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতি হুলহুমালে মালদ্বীপ এর আমিন, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম, সামসুল হক, আলি, রহমান, মোখলেস, রুবেল, কাউছার, আলাউদ্দীন, সিপন, শাহাজান, সাহাজান, রুবেল, মোজ্জাকের, সোহাগ, ফারুক, বাবুল, জামাল, জহির, ফরিদ, জাকির, মোতালেব, আক্তার, আমিন, ইমন, রিদয়, হানিফ, মোক্তার, সিভলু, খোকন, সোহেল, সিরাজ, মোস্তফা, এনামুল, বিজয়,দুলাল, রাসেল, রিপন, হেলাল, মনির, ফারুক, মাকসুদ, এরসাদ, কামাল, মজিবর, ইউসুফ, শাসিম, আমিন, আরিফ, রাকিব, নাছির, রায়হান, ইয়াছিন, জামাল আহাস্মেদ, জুয়েল শিকদার, ইসহাক, ফয়সাল আলম, লিটল সিকদার, বাউল আক্কাস, ফুটন নন্দী, সন্ন্যাসী রাসেল, শফিক মিয়া, মজনু, ফারুক মিয়া, রফিক মিয়া, সুশিল কর্মকার, আজিজ, কাউছার, রনি, ইরফান, আলমগীর, খোকন, লতিফ, সেলিম প্রমুখ ৷
সোনার বাংলা শিল্পী গোষ্ঠী নাচ গানে আনন্দময় করে তোলে পুরো অনুষ্ঠানকে। দূর-দূরান্ত থেকে আগত দর্শকরা রাতভর আনন্দ উপভোগ করেন ৷