মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ৮ নভেম্বর ২০১৮ মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আহমেদিয়া ইন্টারন্যাশনাল স্কুলকে শিক্ষা সহায়তা হিসেবে কম্পিউটার সামগ্রী ও পুস্তক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ৷ মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সর্বদা সচেষ্ট এবং এ উপলক্ষে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অংশ হিসেবে ৮ নভেম্বর ২০১৮ রাজধানী মালে অবস্থিত স্বনামধন্য আহমেদিয়া ইন্টারন্যাশনাল স্কুলকে শিক্ষা সহায়তা হিসেবে কম্পিউটার সামগ্রী ও পুস্তক হস্তান্তর করা হয় ৷
মালদ্বীপের শিক্ষিত জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের বর্তমান উন্নয়নের চিত্র বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তুলে ধরতে এই অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ষ্টাফবৃন্দ এবং আহমেদিয়া স্কুলের শিক্ষকগণএবং ৫০০ এর অধিক ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানটি সকাল ১১: ১৫ মিনিটে শুরু হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব ৷ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জুমা এবং উক্ত স্কুলের নিজস্ব সঙ্গীত পরিবেশন করা হয় ৷
পরবর্তীতে দু’দেশের জাতীয় সঙ্গীত পর্যায়ক্রমে পরিবেশন করা হয় ৷ স্কুলের পক্ষ থেকে একজন সিনিয়র শিক্ষিকার বক্তব্য প্রদানের পর স্কুলের অধ্যক্ষ জনাব মো: রাশেদ এর হাতে মান্যবর রাষ্ট্রদূত শিক্ষা সহায়তা হিসেবে ১টি ডেস্কটপ কম্পিউটার, ১টি ল্যাপটপ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু পুস্তক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ৷
আহমেদিয়া ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ তার বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের ভূয়শী প্রশংসা করেন ৷ বিশেষ করে উপহার সামগ্রী জন্য মান্যবর রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, আজকের অনুষ্ঠানটি আহমেদিয়া ইন্টারন্যাশনাল স্কুলের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, ভবিষ্যতে বাংলাদেশ দূতাবাস এবং আহমেদিয়া ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ়তর হবে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন ৷
পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব তার মূল্যবান বক্তব্যে বাংলাদেশের সামগ্রী অার্থ-সামাজিক, উন্নয়ন ও অগ্রগতি বাংলাদেশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নত মানের উপর আলোকপাত করেন ৷ মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের বৈদেশিক নীতি মালদ্বীপ এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন ৷
মান্যবর রাষ্ট্রদূত এর বক্তব্যের পর বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন কার্যক্রম ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ৷ উপস্থিত সকলে প্রামাণ্যচিত্রটির ভূয়সী প্রশংসা করেন, স্কুলের পক্ষে ভোট অফ থ্যাংকস প্রদান করে স্কুলের শিক্ষার্থী মিস আয়শাত জোহা শাহ। বাংলাদেশ দূতাবাস কর্তৃক আহমেদিয়া ইন্টারন্যাশনাল স্কুল মূল্যবান সহায়তা দিয়ে উৎসাহিত করার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷ বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করলে দূতাবাসের এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড সর্বসাধারণের নিকট প্রশংসিত হয় ৷