মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার পূর্বাহ্ণে ও অপরাহ্ণে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে `চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা’ পালন করে। মেলায় বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিগণ অংশগ্রহণ করে।
পূর্বাহ্ণের অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জুমার মাধ্যমে শুরু করা হয়। পরবর্তীতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উপর বক্তব্য প্রদান করা হয়। এরপর মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। পরবর্তীতে “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে” নামক একটি সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়। সবশেষে চা-চক্রের মাধ্যমে পূর্বাহ্ণের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অপরাহ্ণের অনুিষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জুমার পর বাংলাদেশের চলমান উন্নয়নের উপর বিশেষ বক্তৃতা প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সুবিধাসমূহের উপর আলোকপাত করে ‘বিনিয়োগ বান্ধব বাংলাদেশ’ নামক একটি সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সর্বশেষে অংশগ্রহণকারী সকলের জন্য চা-চক্রের আয়োজন করা হয়।