মনির হোসেন, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপস্থ প্রবাসী সিলেটী ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত এফ সি গ্রীন সিলেট এর জার্সি বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। TEAMO SHOP MALDIVES এর পৃষ্ঠপোষকতায় ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার রাত ১১ টায় রাজধানী মালে মাফানু স্টেডিয়ামে এফ সি গ্রীন সিলেট এর সভাপতি কাজী রইস আহমদ এর সভাপতিত্বে ইয়াকুব আহমদ এর সঞ্চালনায় জার্সি বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপ এর সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি জনাব মনজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IGM হাসপাতালের চিকিৎস ডাঃ কামরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপ এর সভাপতি জনাব এম আই মাসুদ, Teamo Shop এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আশরাফুজ্জামান সাজন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপ এর অর্থ সম্পাদক জনাব মোস্তফা আহমদ। কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অতিথিবৃন্দ স্ব-স্ব বক্তব্যের মাধ্যমে প্রবাসে কর্মজীবনের মধ্যে শত ব্যস্থতার পরও ফুটবল খেলা চালিয়ে যাওয়ার এফ সি গ্রীন সিলেটকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও প্রবাসের মাটিতে সিলেটের সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রাখার আহবান জানান। এসময় এফ সি গ্রীন সিলেট এর কলাকুশলী, কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দসহ প্রবাসী সিলেটীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দের কাছ থেকে এফ সি গ্রীন সিলেট এর খেলোয়াড়বৃন্দ ও কর্মকর্তাগন জার্সি গ্রহন করার পর ফটোসেশনপূর্বক সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।