প্রবাস মেলা ডেস্ক: ফ্রান্স প্রবাসীদের খবর বেশি করে তুলে ধরতে প্রবাস মেলা’র তুলুজ ফ্রান্স প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে।
মার্ক রায় প্রবাস মেলা’র ফ্রান্সের তুলুজ প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। এ উপলক্ষে পত্রিকার চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু পত্রিকার তুলুজ প্রতিনিধি মার্ক রায়ের হাতে আইডি কার্ড তুলে দেন। আইডি কার্ড পেয়ে মার্ক রায় বলেন, প্রবাস মেলা প্রবাসীদের কথা বলে, তারই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে ফ্রান্স প্রবাসীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রবাস মেলায় বেশি করে করে তুলে ধরার প্রত্যাশা করছি।