হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মার্কিন রিপাবলিকান দলের চার জন দীর্ঘ সময়ের সিনেটর তাদের পদে আর লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে করে ডেমোক্রেট পার্টির সামনে আগামী ২০২২ সালের মিডটার্ম নির্বাচনে সিনেটে নতুন করে আসন লাভের সম্ভাবনা দেখা দিয়েছে।
আ্যলাবামার দীর্ঘকালীন ৬ বারের সিনেটর রিপাবলিকান রিচার্ড শেলবি ২০২২ সালে তার অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ৪২ বছর কংগ্রেসে আইনপ্রণেতা হিসাবে কাজ করেছেন। শেলবি প্রথম ১৯৮৬ সালে সিনেটে একজন ডেমোক্রেট হিসেবে নির্বাচিত হন। পরে ১৯৯৪ সালে তিনি দল পরিবর্তন করে রিপাবলিকান পার্টিতে যোগদান করেন। তার বয়স এখন ৮৬ বছর। তিনি মার্কিন সিনেটে বহু গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও অবসরে যাচ্ছেন নর্থ ক্যারোলিনার ২০০৫ সাল থেকে সিনেটর রিচার্ড বার, পেনসেলভেনিয়ার ২০১১ সাল থেকে নেতৃত্ব দেওয়া পেট টমি ও একই সময় থেকে ওহায়োর নেতৃত্ব দানকারী সিনেটর রব পোর্টম্যান। আসছে মিডটার্ম নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ ১শ আসন সংখ্যার সিনেটে এখন ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির আসন সমান সমান ৫০ বনাম ৫০।
তবে ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকিং ভোটের ক্ষমতাবলে ডেমোক্রেট দল সংখ্যা গরিষ্ঠ।