প্রবাস মেলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাফতরিক উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে চুরির ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে চুরির ঘটনা নজরে আসে। ওই মাসে জো বাইডেন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফর করেন।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সফরের পর এয়ার ফোর্স ওয়ানের জিনিসপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক নেই।
এ ঘটনায় ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন সাংবাদিকদের সতর্ক করে বলেছে, এয়ার ফোর্স ওয়ান থেকে কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ।
এয়ার ফোর্স ওয়ানে মাঝেমধ্যে সাংবাদিকদের স্মারক হিসেবে চকলেটের বাক্স দেয়া হয়। তাতে প্রেসিডেন্টের সিল যুক্ত থাকে। মার্কিন প্রশাসন বলছে, এরপরও এয়ার ফোর্স ওয়ানের লোগোযুক্ত স্মারক গায়েব হওয়ার অহরহ ঘটনা ঘটছে।
হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সবাইকে গত মাসে একটি ইমেইল পাঠায় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, ওই ধরনের আচরণ প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী সাংবাদিকদের সম্পর্কে খুবই খারাপ মনোভাবের প্রকাশ। এমন আচরণ অবশ্যই পরিহার করতে হবে।
এয়ার ফোর্স ওয়ানকে মার্কিন প্রেসিডেন্টের আকাশপথে ভ্রমণের সময়কার দফতর হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে তিন স্তরে মোট চার হাজার বর্গফুট জায়গা রয়েছে।
প্রেসিডেন্টের সরকারি এ উড়োজাহাজ মাঝ আকাশে জ্বালানি নিতে পারে। এর ফলে জরুরি প্রয়োজনে সীমাহীন পথ পাড়ি দেয়ার সক্ষমতা রয়েছে এয়ার ফোর্স ওয়ানের। এ ছাড়া এটি আকাশপথে হামলা প্রতিরোধেও সক্ষম।