খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্কে এক মাস ধরে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধী ঢাকার কেরানীগঞ্জের ফজলুল হক।
২৮ আগস্ট ‘রিয়াদের পার্কে এক মাস ধরে পড়ে আছেন অন্ধ বাংলাদেশি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের উদ্যোগে তাকে সেখানকার সরকারি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে এক মাস চিকিৎসাও নেন।দেশে গিয়ে মা’কে দেখবে কিন্তু তার শেষ ইচ্ছা আর পূরণ হলো না।
প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ফজলুল হককে দেশে পাঠানোর জন্য সব ব্যবস্থা নেয়া হয়। কিন্তু এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রিয়াদে সরকারি হাসপাতাল ছোমেছিতে ভর্তি করা হয়। এক মাস তার চিকিৎসাও চলেছে। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।