ফকির ইলিয়াস
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রিয় বন্ধুগণ, আপনারা আরেকবার ভাবুন। বিবেচনা করুন আরেকটি বার।
আসলেই এ জীবন পরিত্যাগ করবেন কী না। আসলেই বেছে নেবেন কী না
জঙ্গলের পশুজীবন। যে জীবনে মা চেনে না কন্যাকে। পিতা চেনে না তার
পুত্র। জঘন্য আচরণ আর অচেনা ভবিষ্যত নিয়ে বেঁচে থাকে পোকা-মাকড়।
অথবা শিয়াল কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে আপনারা পার করে
দেবেন জীবনের সত্তর বছর। আপনাদের গড় আয়ু ও আয়ত্ব- সবকিছু
নদীভাঙনের দখলে পাঠিয়ে, গালে হাত দিয়ে বসে থাকবেন কী-না নদীপাড়ে।
আপনারা ভাবুন- আপনাদের ভবিষ্যত। ভাবুন- আপনাদের হাতেই নির্মমভাবে
নিহত শেখ সামিউল আলম রাজনের মুখছবি। বেঁচে থাকার শেষ আকুতি।
একফোঁটা জলপানের শেষ আর্তনাদ। একজন সন্তানহারা মায়ের নোনতা অশ্রুকণা।
মানুষ থেকে বৃক্ষ হওয়ার আগে, বিবেকবান থেকে হনুমান হওয়ার আগে
আপনারা পুনরায় ভাবুন- এই জীবন বেছে নেবেন কী না। পাথর হওয়ার
আগে আরেকবার দাঁড়াবার চেষ্টা করুন- দু’পায়ে। দুটি হাত উঁচু করে
আরেকটিবার বলুন। আমরা মানবজীবন চাই প্রভু ! পশুত্বের উন্মাদনা
আমাদের কাম্য নয়। কাম্য নয়। কাম্য নয় ………..