মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর শাহরাস্তি উপজেলার একই পরিবারের দুইজন নিহত ও আহত নয়জনকে মানবিক সহযোগিতা করায় সৌদি নাগরিক মানছুর নাছের আল হতালী আল বাকামী কে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।
সম্মাননা অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রবাসের মাটিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি একটি পরিবারকে মানবিক সহযোগিতা করায় সৌদি নাগরিক কে দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা সবাই যদি ভালো কাজ করতে পারি তাহলে সারা পৃথিবীতে মানবতা জাগ্রত হবে, সকল খারাপ কাজগুলো বন্ধ হবে।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোঃ মেহেদী হাসান, প্রবাসে নিহত ও আহত পরিবারের নিকটাত্মীয় মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, মোঃ শাহ আলম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব আলম।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও সৌদি নাগরিক মানছুর মানবিক সহযোগিতা করায় গত ১৫ নভেম্বর ২০১৮ সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন মোঃ শাহ আলম তার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য – গত ১৫ নভেম্বর ২০১৮ রিয়াদ থেকে মদিনায় যাওয়ার পথে আল কাসিম নামকস্থানে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর শাহরাস্তি উপজেলার একি পরিবারের প্রবাসী ফখরুল ইসলাম ও তার শিশু কন্যা ফৌজিয়া আফরিন নিহত হয়। পরিবারের বাকি নয় সদস্য গুরুতর আহত হয়। আহত অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।