মো: মেসবাহ্ উদ্দিন আলাল: ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন হলে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের কৃতি সন্তান, জননন্দিত নেতা, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এর জয়েন্ট রেজিস্ট্রার, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজ্ঞ জনাব রেহান উদ্দিন দুলাল এর সম্মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ মাদ্রিদ স্পেনের পক্ষ থেকে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আবুল খায়ের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেহান উদ্দিন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ কমিটি মাদ্রিদ, এনায়েত করিম তারেক, সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন-মাদ্রিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব নুর হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জাকির হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ফজলে এলাহি।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন- মাদ্রিদ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আয়ুব আলী সোহাগ, শফিকুল ইসলাম, আবদুল বাতেন সরকার, মোহাম্মদ পিন্টু, মাহবুব আলম বকুল ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন-মাদ্রিদের সাংস্কৃতিক সম্পাদক হানিফ মিঁয়াজী প্রমুখ। শেষে এক প্রীতিভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।