মো. ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি মাদ্রিদ স্পেনের সভাপতি তামিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি প্রবাসীদের অর্থানুকুল্যে পরিচালিত চ্যারিটি যা অল্পসময়ে গ্রহণযোগ্যতা লাভ করেছে । প্রাথমিকভাবে তা মধ্যপ্রাচ্যের ১০ টি দেশের প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হলেও তা ইউরোপ, আমেরিকা সহ পুরো মধ্যপ্রাচ্যের প্রবাসীদের একটি অনন্য চ্যারিটিব্যল প্রতিষ্ঠানে রুপ লাভ করেছে ।
তিনি গত ২৩ জুলাই স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি মাদ্রিদ স্পেনের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক ফয়জুর রহমান (বড় ভাই), সংগঠনের উপদেষ্টা ইসলাম উদ্দিন, আহমদ আসাদুর রহমান সাদ, রাজনীতিবিদ আব্দুল কাইয়ুম সেলিম, জহিরুল ইসলাম নয়ন, রফিক খান, বাবুল মিয়া, আব্দুল আজিজ মবু, গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি আবুল হোসেন, নূর মোহাম্মদ রিপন, ছানুর মিয়া সাদ, সাংগঠনিক সম্পাদক এম আই আমীন, অর্থ সম্পাদক হাফিজ মিয়া, গ্রেটার সিলেট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক নাজু ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক, মোঃ সুজেল, মকবুল আহমদ, রাজীব, শাহীন মিয়া, আব্দুল আহাদ, কালাম, রাজু , সাজু মিয়া, রুহেল, কিরণ, মাহফুজ ও সালামসহ আরো অনেকে।
সভায় সংগঠনের সহ সভাপতি নূর মোহাম্মদ রিপন বাংলাদেশের ফরিদপুর জেলার একজন ক্যান্সার আক্রান্ত দরিদ্র রুগীর জন্য সাহায্যের প্রস্তাব করলে সভায় উপস্থিত সদস্যদের মাধ্যমে বেশ কিছু নগদ অর্থ সংগ্রহ করা হয় এবং বাকিরা ও পরবর্তীতে দেয়ার অঙ্গীকার করেন। শীঘ্রই সমস্ত অর্থ সংগ্রহ করে দেশে প্রেরণ করে ক্যান্সার আক্রান্ত দরিদ্র রোগীরনিকট পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়।