শফিক খান: ‘আমরা আছি সারা বিশ্ব জুড়ে’ শিরোনামে মাদারীপুরে প্রবাসী ভিআইপি ক্লাব অসহায় প্রতিবন্ধীদের জন্য ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার রাতে ৩টি হুইল চেয়ার মাদারিপুরের সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর হাতে তুলে দিয়েছেন।
শহরের পুরানবাজারে প্রবাসী ভিআইপি ক্লাব প্রধান কার্যালয়ে এই হুইল চেয়ার বিতরণ করেন ক্লাবের সমন্বয়ক স্পেন প্রবাসী শফিক খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের গ্রীস সমন্বয়ক আসাদ ভূইয়া সান্ত, রিন্টু হাওলাদার, মো. ইউফুস আলী, মানিক আহমেদ, রাসেল আহমেদ, তাইজুল ইসলাম, মো. মিজানুর রহমান, শামীম বেপারী, সাংবাদিক ফারজানা আক্তার মুন্নি, মিলন মুন্সি প্রমুখ।
প্রবাসী ভিআইপি ক্লাবের সমন্বয়ক শফিক খান বলেন, আমরা সব সময় গরীব অসহায়দের পাশে আছি। এর আগে মাদারীপুর সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ৩টি হুইল চেয়ার দেয়া হলো। যেসব প্রতিবন্ধীরা হাটা চলা করতে পারেনা, যাদের হুইল চেয়ার কেনার মতো অর্থ নেই তাদের কাছে এই ৩টি চেয়ার সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী পৌছে দিবেন। পর্যায়ক্রমে অসহায় প্রতিবন্ধীদের জন্য আরো হুইলচেয়ার দেয়া হবে বলে শফিক খান জানান।