প্রবাস মেলা ডেস্ক: ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপ আয়োজিত ভারত-বাংলাদেশের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচের পুরো সময় দর্শকদের মাতিয়ে রাখলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও হ্যালো সুপারস্টার অ্যাপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসিফ আকবর।
শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতা শেষ করে খেলা শুরু হয় বিকেল ৪টায়। এদিন বেলা দেড়টা থেকেই দর্শকদের স্রোত নামে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
বেলা আড়াইটার দিকে মাঠে প্রবেশ করেন বাংলা গানের যুবরাজ খ্যাত এই গায়ক। মাইক হাতে নিয়ে ‘হ্যালো কুমিল্লাবাসী’ বলার সাথে সাথেই পুরো গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রিয় গায়ককে দেখে আবেগাপ্লুত দর্শকদের মাঝেও উৎসবের আমেজ সৃষ্টি হয়।