জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত
উৎসব সাজে নতুন বছর আসে
মঙ্গলগীতে স্মরণে-বরণে মন
আলোর শপথে মলিনতা দূরে রেখে
প্রীতিময় ভোরে প্রত্যাশী প্রিয়জন
কত প্রিয়মুখ ছেড়ে গেছে অজানায়
কীর্তি তাঁদের ছুঁয়ে আছে বাতিঘর
স্বপ্নকথারা নদীজলে আজও ভাসে
অনন্ত সফরে আমরা পরস্পর
জীবনের পাঠ সোচ্চার ইতিহাসে
সময়ের স্রোতে জয়ী হয় ভালবাসা
ক্ষমতামুখোশ ঘৃণা নিয়ে শুধু বাঁচে
চিরজীবী হয় ঐক্যের পরিভাষা
নতুন বছর ছুঁয়ে থাক সুস্থতা
সোনালি ফসলে সুরভিত গৃহকোণ
শান্তি নামুক মাটি জল ঘাসে ঘাসে
জগতের হিতে জাগুক আত্মজন
বর্ষবরণ নয় শুধু বিনোদন
নতুন শপথে দৃপ্ত অঙ্গীকার
নিশান সরিয়ে কর্মই হোক ব্রত
আলোঝলমল, ভালো হোক সবাকার।