প্রবাস মেলা ডেস্ক:খোকসা থানার কৃতি সন্তান বিজিএমইএ’র সদ্য নির্বাচিত পরিচালক মো.মহিউদ্দিন রুবেল কে অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যান সমিতির নেতৃবৃন্দ। ১৩ এপ্রিল ২০১৯ শনিবার সকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তরুণ ব্যবসায়ী ‘ডেনিম এক্সপার্ট লিমিটেড’ এর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। তিনি ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যান সমিতি’র সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।
এসময় সমিতির সভাপতি জনাব মো. সিরাজুল ইসলাম, মহাসচিব মো. রবিউল আলম বাবুল, উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. রেজাউল ইসলাম, আফজাল হোসেন রাজু, শরীফ মুহম্মদ রাশেদ, সাংগঠনিক সচিব কামরুজ্জামান মিঠু, দপ্তর সচিব মো. ফারুক হোসেন ও নির্বাহী সদস্য রফিকুল আলম চান্নু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৬ এপ্রিল বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সর্বোচ্চ সংগঠন বিজিএমইএ ‘র ২০১৯-২০২১ এর নির্বাচনে সম্মিলিত ফোরাম প্যানেল থেকে মো.মহিউদ্দিন রুবেল পরিচালক নির্বাচিত হন।