মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি থেকে: জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
উক্ত আলোচনা সভায়পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কবির হোসেন । আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত পরিচালনা করেন আইন বিষয়ক সম্পাদক মারুফ সরকার। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ইতালী আওয়ামীলীগের সহ-সভাপতি হাবীব চৌধুরি এবং হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ও ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান উপস্থিত ছিলেন।
ইতালী আওয়ামীলীগ গরিঝিয়া মনফালকোনে শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার এর সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি বশির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ, পালন আকবর এবং তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, রইস মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর খৈয়াম, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজপুত সুজন, শ্রম বিষয়ক সম্পাদক খলিল মিয়া এবং কোষাধক্ষ্য বাকের মিয়া।
এছাড়াও সম্মানিত সদস্য দের মধ্যে রুহুল আমিন হাওলাদার। বশির আহমেদ, জহিরুল ইসলাম, ইয়াকুব প্রধান, স্বপন মিয়া বক্তব্য রাখেন।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় ইতালী আওয়ামী যুবলীগ গরিঝিয়া মনফালকনে শাখার যুবলীগ নেতাদের মধ্যে শাওন আহমেদ, আল আমিন ছৈয়াল, সজিব মিয়া, ডালিম মিয়া, শফিক ভূঁইয়া, মিজান মিয়া, রনি খান, শরিফ শেখ, অলি মিয়া, আশরাফ সামী, রুমেল মিয়া, আরিফ আহমেদ, রুবেল মিয়া, শাহ আলম, আমির হামজা, ইমরান আহমেদ, সোহরাব আলামিন, রশিদ হোসেন, ফজলে রাব্বী এবং শাওন জলিল উপস্থিত ছিলেন।