মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ থেকে ১৬০ কিলোমিটার অদুরে আল খারিজ জেলার মোহন কাটা পাহাড় বাকালা এলাকার মরুভূমিতে পুকুর কেটে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে সফল হয়েছেন প্রবাসী বাংলাদেশি আবদুল মজিদ।
তার সফলতার কথা জানতে গিয়েছিলাম সেই মোহন কাটা পাহাড় বাকালা এরিয়ায়, পাহাড় ঘেরা বিশাল মরুভূমিতে ১ মার্চ শুক্রবার দুপুরে প্রবাসী আবদুল মজিদের কাছে পৌঁছাতেই আনন্দে জড়িয়ে ধরেন।
প্রবাসী মৎস চাষী আবদুল মজিদের দেশের বাড়ী রাজশাহী জেলার বাগমারায়।
তার কাছে জানতে চেয়েছিলাম- কতদিন ধরে প্রবাসে মাছ চাষ করছেন এবং ব্যবসায়িকভাবে সফল কিনা? তার জবাবে প্রবাসী আবদুল মজিদ বলেন, আসলে মূলত মরুভূমিতে পুকুর কেটে মাছ চাষ করে নিজেদের চাহিদা মিটানোর পরেও আমরা পাইকারিভাবে মাছ বিক্রি করে সফল হচ্ছি, আমাদের সবধরনের সহযোগিতা করে যাচ্ছেন মোহাম্মদ হোসেন, যিনি সকল কাজেই উৎসাহ দিয়ে থাকেন, আমরা এই পুকুরে তেলাপিয়া চাষ করছি। পাশেই আরেকটি পুকুরে দেশীয়, রুই, কাতল ও মৃগেল মাছের চাষ করার পরিকল্পনা আছে।
তিনি বলেন, মাছ চাষের পাশাপাশি সবজি চাষাবাদ করছি, রয়েছে ছাগলের খামার, আমার এখানে বাংলাদেশি ৩০ শ্রমিক কাজ করছে।
তবে আর্থিকভাবে সহযোগিতা পেলে ব্যবসায়ী হিসাবে সফল হতে পারতাম এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারতাম।
এ ব্যাপারে জানতে চাইলে খুচরা ক্রেতা মোঃ আবির হোসেন নিক্সন, মোঃ দুলাল মিয়া, মোঃ আজিজুর রহমান, মোঃ রুবেল বলেন, আবদুল মজিদ ভাই সাদা মনের মানুষ, তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করে থাকেন।
কুষ্টিয়া জেলার মোঃ মাসুদ রানা বলেন, আমি এখানে কাজ করে খুব সুন্দরভাবে দেশে পরিবার পরিজন চালাচ্ছি।