পোর্ট লুইস, মরিশাস থেকে: ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২২ সেপ্টেম্বর ছুটির দিনে মরিশাসের স্টে-ফেলিক্স, সমুদ্রের পাড়ে আয়োজন করা হয় দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার রেজিনা আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম খান, সেলিম পাঠান মরিশান মেহমান ফাহাদ আমির, আবু তালেব তুফানি। উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, প্রচার সম্পাদক আরিফ হোসেন ও আনজুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম সবুজ, মো. হাবিব সহ মরিশাসে অবস্থিত সংগঠনের সকল সদস্যরা এবং বিভিন্ন কোম্পানি থেকে আগত বাংলাদেশি প্রবাসীরা।

হাইকমিশনার রেজিনা আহমেদ জানান ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ ভালো কাজ করছে, প্রবাসীদের সেবা করছে, এরা শুধু মরিশাস নয় ১৪টি দেশের প্রবাসীদের নিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে। বাংলাদেশে দুস্থ মানুষদের জন্য যে কাজগুলো করেছেন সত্যই তা প্রসংশনীয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম খান বলেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের প্রতিটি কাজই প্রশংসার দাবিদার। এরা মানুষের কল্যাণ কাজ করে। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি কিছু নগত অর্থ ডোনেশন ঘোষণা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের সভাপতি মো. হাফিজুর রহমান (হাফিজ)। তিনি জানান, মরিশাসে বাংলাদেশিদের একটি মাত্র সংগঠন যেটি ১৪টি দেশের সদস্যদের নিয়ে গঠিত, প্রবাসে এবং বাংলাদেশে মানব কল্যাণ কাজে করে দৃষ্টান্ত রেখেছেন। যার নমুনা বিগতদিনে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছে। প্রবাসীরা শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাস থেকে ভালো কাজে অংশ নিচ্ছে।
ইয়ংস্টার প্রবাসী কল্যাণ সংঘ গত এক বছরে বাংলাদেশ ও প্রবাসী সেবায় বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজ করে আসছে তা দৃষ্টিগোচর হয়:

কোন প্রবাসী অসুস্থ থাকলে তাদের দেখাশোনা ও সেবা প্রদান করা।
বাংলাদেশে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।
মরিশাসে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করে প্রতিটি সদস্য রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করা। বাংলাদেশে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার মাহফিল ও তাদেরকে রাতের খাবার এর ব্যবস্থা করা। গরিব অসহায়দের ঈদবাজার ও নতুন বস্ত্র বিতরণ করা।
অসহয় ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা।
সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ব্যবহারিক জিনিস-পত্র দিয়ে সহায়তা করা ।
বন্যার্ত ও নদীভাঙ্গন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ নানা ধরনের সেবামূলক কাজ করে সংগঠনটি দূর্বারগতিতে এগিয়ে যাচ্ছে।
প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের সদস্যদের মধ্যে সেরা পাঁচজন সদস্যকে বিশেষ ভূমিকা পালন করায় সম্মাননা স্মরক প্রধান করা হয়। তারা হলেন-
মো. হাবিব (মরিশাস প্রবাসী), গাজি জাহাঙ্গীর সবুজ (মরিশাস প্রবাসী), আনজুরল ইসলাম (মরিশাস প্রবাসী), সোলাইমান কবির (মালদ্বিপ প্রবাসী), শহিদুল ইসলাম (দুবাই প্রবাসী)।
এরপর সংগঠনের পক্ষ থেকে হাই কমিশনারকে মরিশাসে তার প্রশংসনীয় কাজের জন্য ক্রেস্ট উপহার দেন সভাপতি মো. হাফিজুর রহমান (হাফিজ)।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (সৌদি আরব প্রবাসী) বলেন, আমাদের সংগঠনের যে স্বেচ্ছাসেবী আছে তারা সংগঠনের বিষয়ে অনেকটা আন্তরিক আমি আশা করি তাদেরকে নিয়ে আমাদের প্রাণের সংগঠন অনেক দূর এগিয়ে যাবে।
দুবাই প্রবাসী সহ-সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন জানান দুবাইতে আমরা কেক কেটে অতি আনন্দের সাথে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের প্রথম বার্ষিকী উদযাপন করি। দুবাই প্রবাসীরা সংগঠনের সাথে থেকে মানবিক কাজ করে নিজেদের গর্বিত মনে করছে।