প্রবাস মেলা ডেস্ক: মরক্কোয় নতুনভাবে বিভিন্ন এলাকায় অনুভূত হচ্ছে ভূমিকম্প। গতকাল বুধবারও (১৩ সেপ্টেম্বর) আল-হউজ প্রদেশে জোরালো আফটারশকের কারণে আতঙ্ক ছড়ায়। খবর এপির।
এদিন, ‘আইমি ইন তালা’ এলাকায় চলছিল অনুসন্ধান কার্যক্রম। ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিল স্প্যানিশ উদ্ধারকারী দল। হঠাৎ-ই জোরালো কম্পন অনুভূত হয়। ধ্বংসস্তূপে ধস নামার আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি।
এ সময় উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের স্বেচ্ছাসেবীরা সরিয়ে দেন। নিজেরাও নিরাপদ আশ্রয়ে সরে যান। দুর্গম ও প্রত্যন্ত এলাকাটির ধ্বংসাবশেষ সরানো হলে আরও কয়েকশ মানুষের মরদেহ মিলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, সময়ের সাথে পাল্লা দিয়ে মরক্কোয় বাড়ছে মরদেহ উদ্ধারের সংখ্যা। দেশটিতে জোরালো ভূমিকম্পে ৩ হাজার ছাড়িয়েছে প্রাণহানি। অবশ্য সরকার বলছে, দুই হাজার ৯৪৬ জনের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত পাঁচ হাজার ৬৭৪ জন।
আহতদের চিকিৎসায় এরইমধ্যে দুর্গত এলাকায় বেশকিছু মাঠ পর্যায়ের হাসপাতাল খোলা হয়েছে। যেখানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুসারে, গেলো সপ্তাহে মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। যাতে মারাকেশ ও এটলাস পার্বত্য এলাকায় ৩ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।