কক্সবাজার থেকে শোয়েব উল্লাহ, ঢাকা থেকে জায়েদুর জায়েদ, চট্টগ্রাম থেকে ফয়েজউল্লাহ ফয়েজ, নিউইয়র্ক থেকে হাকিকুল ইসলাম খোকন: কক্সবাজার জেলার রামু উপজেলার ‘মনচুর আলী সিকদার ওয়াকফ এষ্টেটে’র উদ্দ্যোগে ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে স্থানীয় দু:স্থ অসহায় পরিবারের মাঝে সুশিক্ষিত একঝাঁক তরুণ তরুণীর দিনরাত পরিশ্রমের মধ্য দিয়ে অবশেষে ত্রাণ বিতরণের দৃশ্য ছিলো অভূতপূর্ব। সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সহ সামাজিক দূরত্ব বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা লক্ষ্য করার মতো ছিলো। খেটে খাওয়া মানুষের প্রিয়মূখ রামু উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মতলব হোসাইন, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ সিকদারের উপস্থিতিতে ‘আলোকিত রাজার কুল’ ও নবগঠিত ‘ঐক্যের বন্ধনে সিকদার পরিবার’ নামক দূ’টি স্থানীয় সংগঠনের একদল সুশিক্ষিত মার্জিত ও ভদ্র তরুণ তরুণী ত্রাণ কার্যক্রমে রাতদিন পরিশ্রম করেন ও ত্রাণ বিতরণে ব্যাপক ভূমিকা পালন করেন।
তাছাড়া ‘মনচুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে’র ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা’রাও ত্রাণ বিতরণে সহযোগিতা প্রদান করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে সামগ্রিক দায়িত্ব পালন করেন রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মওলানা মোহসেন শরীফ, শোয়েবউল্লাহ সিকদার ও খালেদ আবু নেওয়াজ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তিনি জনগণের উদ্দ্যেশ্যে স্বাস্থ্যবিধি সহ সামাজিক দূরত্ব এবং নভেল করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সচেতনতামূলক বক্তব্য রাখেন। মনচুর আলী সিকদার ওয়াকফ এষ্টেটের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মওলানা মোহসেন শরীফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক সরওয়ার কমল সোহেল। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক সিকদার, সরওয়ার কামাল এমইউপি, জহিরুল হক সিকদার, মাষ্টার ফরিদুল আলম সিকদার, মামুনুর রশীদ মামুন, তারেক সরওয়ার, বেদারুল আলম, সোহেল শরীফ প্রমূখ।
আলোকিত রাজার কুলের ভলান্টিয়ারদের মধ্যে মোহাম্মদ জুনাইদ, মইনুর রশীদ, সাজেদুল হক সাহেদ, আতিকুল ইসলাম, শফিউল আলম, তামিম আহসান, শিবলী নোমান, মো: ছালাউদ্দিন, বোরহানউদ্দিন, রফিকুল ইসলাম প্রমূখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তা ছাড়াও ‘ঐক্যের বন্ধনে সিকদার পরিবার’ এর পক্ষে এ এম জাহেদুল হক জুসের, শাহেদ খান, জাহিদুর রহমান, আহমেদ আবরার সামী, এস এম ওমরা খান, নঈম আল ইস্পাহাণ, ইন্জিনিয়ার আবু সালেহ, এমডি এ সাদেক, জিয়াউল হক, মারুফ পারভেজ, ইয়াসিন আবদুল্লাহ, ওয়াহিদ বিন হানিফ, তাজউদ্দিন আহমদ, তামিম আহসান, নাহিদা করিম নাহিদা, সুমী রশীদ, লিমা মাহমুদ, শাহীন রানা, শহীদউল্লাহ এম এইচ ডি, শাহরিয়ার এ সমীর, শাহ সরওয়ার, রেজাউল করিম, সাবরিন মোস্তফা, রোজিনা পারভীন, রিয়াজুস সুলতানা, রাজীব আল হাসান, রায়হান সুলতানা, নিশাত, নাজরিন সুফিয়া জাহান, নওশাবা সিহাম, নাজমা নাসরিন, নাহিদ সরওয়ার, মিছবাহ উদ্দিন, মো: মুজিব, ফরিদুল হক, আহসান সিকদার, রায়হান, আকরাম, এম আর সিদ্দিকী, খোরশেদ সিকদার, খালেদ হোসাইন, ইমরুল হাসান, কামরুন নাহার, হুমায়ূন কবির, ফরহাদ সিকদার, ফাহিম, ফিরোজ আদনান সহ অনেকেই ত্রাণ কার্যক্রমে নানাভাবে সাহায্য ও সহযোগীতা করেন।
“কোভিড-১৯’ পেনডেমিক” লকডাউনের জন্য ‘মনচুর আলী সিকদার ওয়াকফ এষ্টেটে’র প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী সিকদার মোহাম্মদ গিয়াসউদ্দিন, মুতওয়াল্লী (নির্বাহী) এস এম মুহিবুল্লাহ সিকদার এবং গুরুত্বপূর্ণ সদস্য বিশিষ্ট সমাজ সেবক শাহনেওয়াজ সিকদার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব এস এম নাজিমুদ্দিন উপস্থিত না থাকলেও সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় সাধনের দায়িত্ব ও কর্তব্য পালন করেন।
এখানে উল্লেখ থাকে যে, আমেরিকা প্রবাসী সিকদার গিয়াসউদ্দিন মনচুর আলী সিকদার ওয়াকফ এষ্টেট এর প্রধান উপদেষ্টা এবং ‘মনচুর আলী সিকদার আইডিয়াল স্কুল ও কলেজের প্রধান পৃষ্টপোষক। তিনি বিশ্বপ্রবাসীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নির্বাহী সদস্য।