কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ১ আসনে আলহাজ্ব এইচ এম ইব্রাহীম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সৌদিআরব মদিনা আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে ৮ জানুয়ারি মঙ্গলবার মদিনায় মুহাম্মাদীয়া হোটেলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরহাদ মোল্লা ও মো: আজিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা যুবলীগ নেতা এনামুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক ডিসি মুহাম্মাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন সৌদি নাগরিক আলী দাইফুল্লাহ আল হুসাইন ও আলহাজ্জ্ব দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন সাইফুর রহমান, মুহাম্মদ মেহেদী হাসান, আল- ফয়সাল, মুহাম্মাদ আলী হোসেন, সুজন, দিদার, রফিক প্রমূখ। প্রধান অতিথি সাবেক ডিসি মুহাম্মাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র নেত্রী যাকে অনুসরণ করে অন্য ১০ টি দেশ। নিঃসন্দেহে বাংলাদেশ এগিয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন রোল মডেল। অনুষ্ঠান শেষে আলহাজ্ব এইচ এম ইব্রাহীমের বড় ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা কর্মীরা। এসময় মদিনা আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।