কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের পবিত্র ভূমি মদিনা মনোয়ারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন ভূঁইয়া(৫১) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে । রবিবার রাত সৌদি স্থানীয় সময় ১১টায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন ভূঁইয়া আহত হন। মুমূর্ষ অবস্থায় সৌদি পুলিশ তাকে উদ্ধার করে মদিনার আল দার হাসপাতালে ভর্তি করলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আই সি ইউ)তে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকাল ১১:১০ ঘটিকায় তার মৃত্যু হয়।
নিহত মহিউদ্দিন ভূঁইয়া ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিজকুন্দ্রা গ্রামের মৃত শাহ আলম ভূঁইয়ার জ্যেষ্ঠ সন্তান। মহিউদ্দিন ভূইয়া পরিবার নিয়ে ঢাকায় বারিধারা ডিওএইচএস এ থাকতেন। তিনি স্ত্রী ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মহিউদ্দিন ভূঁইয়া তার রিক্রুটিং এজেন্সির ব্যবসায়িক কাজে সৌদিআরব গিয়েছিলেন।