প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত সৈনিক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তাজউদ্দিন আহমেদ ও জসীম উদ্দিন মাতুব্বর, সহ-সম্পাদক গোলাম ফেরদৌস ইব্রাহিম এবং সদস্য হিসেবে নুরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন।
তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুয়েত শাখা’র যুগ্ম-আহবায়ক মো: তৌহিদুল আলম চৌধুরী, যুগ্ম-আহবায়ক মো: ইসমাইল হোসেন হাওলাদার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুল মতিন আকন, কুয়েত মহানগর যুবলীগের সভাপতি মীর তারেক ও কুয়েত আল-জাহারা যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছর ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে সংগঠনটির চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন।
১৪ নভেম্বর ২০২০, শনিবার আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করেন।