ক.ম. জামাল উদ্দিন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা’র অধীনে বাংলাদেশ হজ্ব মিশন, জেদ্দা-মক্কা’র মাননীয় হজ্ব কাউন্সেলর মুহাম্মদ মাকসুদুর রহমানের হাতে পাক্ষিক প্রবাস মেলা। পত্রিকার জেদ্দা প্রতিনিধি ক.ম. জামাল উদ্দিন সম্প্রতি মক্কা হজ্ব মিশন কার্যালয়ে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
এ সময় মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রবাস মেলা দীর্ঘ দিন কাজ করে যাচ্ছে। তারা প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা নিয়ে নিয়মিত ফিচার, প্রতিবেদন করে যাচ্ছে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।