খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: সৌদি আরবের পবিত্র মক্কায় সংগঠনের আগামী করণীয় বিষয়ে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম প্রবাসী মক্কা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের প্রবাসী মক্কা শাখার আহবায়ক ফয়েজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক নুরুল আমিনের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া কৃতি সন্তান-মদিনা কমিনিউটি নেতা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবদুল মোনায়েম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জয়যাত্রা টেলিভিশন ও সিপ্লাস টিভি প্রতিনিধি সাংবাদিক খলিল চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও ব্যবসায়ী হাফেজ শহিদুল্লাহ শিবলী।
বক্তব্য রাখেন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম প্রবাসী মক্কা শাখার যুগ্ম-আহবায়ক জানে আলম, ফোরামের সদস্য গিয়াস উদ্দিন ও মোহাম্মদ হোসেন প্রমুখ। এ সময় ফোরামের আগামীর করণীয় নিয়ে আলোচনায় প্রবাস থেকে সদস্যদদের সমর্থন অনুযায়ী সহযোগিতা করা ও সংগঠন-কে যথসম্ভব অল্প সময়ের মধ্যে সেবামূলক সংগঠন হিসাবে সরকারের তালিকায় রেজিস্ট্রিার করা। এ সময় প্রধান অতিথি তার ব্যক্তিগত পক্ষে থেকে সংগঠন-কে সহযোগিতা করার আশাস দেন।