খলিল চৌধুরী, সৌদিআরব: “প্রবাসীদের কল্যাণে আমরা” এ স্লোগান নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব একটি ফরম পূরণ করে আপনিও হচ্ছেন এ সংগঠনের গর্বিত সদস্য। ১৭-জানুয়ারি রাতে পবিত্র মক্কা নগরীর সকিয়া ব্ললোক সুদাস এলাকার একটি আবাসিক হোটেল সদস্য সংগ্রহের ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম-আহবায়ক মোঃ-কুতুব উদ্দিনের সভাপতিত্বে মোঃ-লোকমান হাকিমের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক খলিল চৌধুরী। ফরম পূরণ উদ্বেধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক সৌদি-প্রতিনিধি জাহেদুল ইসলাম কায়ছার, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন নাছির, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, তারেক আজিজ চৌধুরী, শেখ মোঃ-আবদুল আজিজ।
বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ এনাম, আবদুস ছবুর, মোহাম্মদ আলম ও আবদুল মালেক প্রমুখ। আলোচনা সভা শেষ সকিয়ায় লোহাগাড়া উপজেলার প্রবাসী সূর্য সন্তানদের ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন অতিথি ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সংগঠনের নেতৃবৃন্দ।