কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদিঅারবের মক্কায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও কারা মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে মক্কা প্রাদেশীক বিএনপি।২০ জুলাই শুক্রবার মক্কা নগরীর রুপশী কমিনিউটি সেন্টারে এ প্রতিবাদ সভার অায়োজন করা হয়।
মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদিঅারব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি অাহমদ অালী মুকিব। বিশেষ অতিথি ছিলেন সৌদিঅারব পশ্চিমাঞ্চল বিএনপির সহ-সভাপতি অাবদুল মান্নান। বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, শহিদুল্লাহ মাষ্টার, আব্দু শুক্কুর, মক্কা যুবদলের সভাপতি মইনুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, গাজী কামাল, আতাউর রহমান, খন্দকার দেলোয়ার হোসেন, মহিউদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, দেলোয়ার হোসেন মিল্কি, সামসুল অালম অাজাদ, অাবদু শুক্কুর, ওমর ফারুক মানিক সহ অারো অন্যান্যরা।
প্রতিবাদ সভায় অারো উপস্থিত ছিলেন ছৈয়দুল হক, বেলাল উদ্দিন, মহি উদ্দিন চৌধুরী, হামিদুল হক হামিদ, অামান উল্লাহ, জাহানগীর অালম, সামসুল অালম হিমু, গিয়াস উদ্দিন, গাজী কামাল, অামিন তালুকদার, কামাল খাঁন, মঈনুল ইসলাম লিটু সহ অারো অনেকে। বক্তারা,বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা সহ অনতিবিলম্বে নি:শর্ত মুক্তির দাবী জানান। প্রতিবাদ সভায় মক্কা বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।