কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদিঅারবের মক্কায় ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ১মপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি অাহমেদ হাছান চৌধুরীর সভাপতিত্বে ও ওমর ফারুক মানিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জেলার বৃহওর ফটিকছড়ি বিএনপির অাহবায়ক ছালাহ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদিঅারব কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল অাবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদিঅারব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অাহমেদ রহিম চৌধুরী। বক্তব্য রাখেন,মক্কা কাকিয়া বিএনপির সভাপতি রহমত উল্লাহ,সাধারন সম্পাদক জাহানগীর অালম,সহ-সাধারন সম্পাদক মো:ফজল করিম,জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল অাহমদ ও প্রচার সম্পাদ মো:সোহেল সহ অারো অনেকে। অালোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় জেদ্দা ও মক্কায় বসবারত ফটিকছড়ির প্রবাসী ছাড়াও স্থানীয় বিএনপি,র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।