খলিল চৌধুরী, সৌদিআরব: সৌদি আরবের বিভিন্ন শহর ও জায়গায় ছড়িয়ে থাকা দেশের সূর্য সন্তান লোহাগাড়া উপজেলার প্রবাসী ভাইদের কল্যাণে মতবিনিময় সভার মাধ্যমে গঠিত হল প্রবাসী লোহাগাড়া সমিতি। ২৮ নভেম্বর বৃহস্পতিবার নগরীর মিসফাল্লাহ আল-আমীন হোটেল প্রবাসীদের কল্যাণে প্রবাসী লোহাগাড়া সমিতি বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা আলহাজ্ব আব্বাস উদ্দিনের সভাপতিত্বে তারেক আজিজ চৌধুরীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক খলিল চৌধুরী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মো: ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ শিবলী, মুহাম্মদ লোকমান হাকিম, এনামুল হক এনাম, শেখ আবদুল আজিজ, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ কামাল উদ্দিন, ফরহাদ হোসেন রেজা, মুহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্রবাসীদের কল্যাণে পুর্ণাঙ্গ প্রবাসী লোহাগাড়া সমিতি বাস্তবায়নের লক্ষে আহবায়ক কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে তরুণ ব্যবসায়ী- ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা এমডি আলহাজ্ব মো: আব্বাস উদ্দিনকে আহবায়ক ও জয়যাত্রা টেলিভিশন-সিপ্লাস টিভি প্রতিনিধি সাংবাদিক খলিল চৌধুরীকে সদস্য সচিব করা হয়।
কমিটির যুগ্ম আহবায়ক হলেন হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ শিবলী, মুহাম্মদ লোকমান হাকিম, তারেক আজিজ চৌধুরী, এনামুল হক এনাম, ফয়েজ আহমদ চৌধুরী, শেখ আবদুল আজিজ, মুহাম্মদ এনামুল হক ও নির্বাহী সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ নুরুল আমিন হেলাল উদ্দিন হেলাল, ফরহাদ হোসেন রেজা ও মুহাম্মদ জাহেদুল ইসলাম-সহ প্রবাসী লোহাগাড়া সমিতি ১৩-সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
এ আহবায়ক কমিটি পর্যায়ক্রমে ২১-সদস্য করা হবে। সভায় নতুন বছরের শুরুতে প্রবাসীদের কল্যাণে পুর্ণাঙ্গ প্রবাসী লোহাগাড়া সমিতি আত্মপ্রকাশ ও সদস্য সংগ্রহ অভিযান এবং বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের প্রস্তাব করে দেশ ও প্রবাসীদের কল্যাণ দোয়া করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো শহিদুল্লাহ শিবলী।